Friday, July 15, 2022

Bengali Guest Column: সার্ভেন্ট অব এ হোয়েল" by Manas Paul, Tripura-based senior journalist

Manas Paul hails from Kamalpur town in Tripura and is at present based in Agartala. He also had a few years of educational-adventurism in Shillong. Now, he operates much popular news-views website  

TripuraNet.com




This piece is reflection of Manas Da's  Midas touch with 'pen' -- in effect key board and either laptop or a desktop. Or is it purely mobile ! 

Trigger the Readable Journey!! 


Laugh at your own risk though !!


 সার্ভেন্ট অব এ হোয়েল"

এই কদিন আগে জয়দীপ , ত্রিপুরা টাইমস এ আমার কলিগ, হটাৎ এসে গম্ভীর মুখে এক প্রশ্ন করল - দাদা , "সার্ভেন্ট অব এ হোয়েল" বলতে কি বোঝায় ?, মানে, আপনি কি বোঝেন ?

--এই রে , জীবনে বহু প্রশ্নের সম্মুখীন হয়েছি , এমন আজব প্রশ্ন , বিদঘুটে ইংরাজি এক্সপ্রেশন তো শুনিনি।  "সার্ভেন্ট অব এ হোয়েল" !!..প্রথমে একটু ভড়কি খেয়ে গেলেও মাথায় চিন্তা তো ঢুকে গেল -- ভাবলাম , এবং মনে হল একটা ধারণাও করতে পারলাম।

-বললাম -এমনিতে তো এরকম কোন এক্সপ্রেশন পাই নি --তবে মনে হচ্ছে 'মবি ডিক' থেকে নিয়েছে।  ক্যাপ্টেন আহাব-এর কথা বলছে বোধহয়। হারম্যান মেলভিল এর 'মবি ডিক' পড়েছ ?  ,ক্যাপ্টেন আহাব বলে এক জাহাজী ক্যাপ্টেন-এর   একটা পা মবি ডিক নামের এক বিশালকায় হিংস্র হোয়েল খেয়ে নেবার পর এই ভদ্রলোক মবি ডিক -কে মারার জন্য এত বেশি অবসেস্ড হয়ে পড়েন যে -- তাঁর ধ্যান জ্ঞান , জীবন এর সবকিছুই মবি ডিক কে মারার পরিকল্পনায় কেন্দ্র করে ঘুরতে থাকে  ...সাঙ্গ পাঙ্গ জুটিয়ে , টাকা পয়সা খরচ করে, হারপুন সাজিয়ে  এক জাহাজ নিয়ে সমুদ্র চষে বেড়ান দিন নেই রাত নেই -- কোথায় মবি ডিক , কোন জলের তলায় - বের করতে হবে আর মারতে হবে।  


একবার শ্বাস নিতে মাথা বের করলেই হল ... এই অপেক্ষা মাসের পর মাস কিন্তু কোথায় ব্যাটা মবি ডিক হোয়েল ? ...মাস্তুলের আগায়  বসে এক জাহাজী শুধু নীল সাগর এপার ওপর খোঁজে চলে ....সে একটা দারুন কাহিনী।  বিখ্যাত বই , না পড়লে পড়ে নিও।  হয়ত নিজের অজান্তেই  প্রতিশোধের তাড়নায় ক্যাপ্টেন আহাব  মবি ডিকের 'সারভেন্ট' হয়ে পড়েন। একটি অসাধারণ বই বুঝলে -- কি সব ক্যারেক্টার --কুইইউইগ , ইসমাইল। ..দারুন।  সম্ভবতঃ এই আহাব এলিমেন্টই 'সার্ভেন্ট অব হোয়েল' বলে লিখেছে। ..


নিজের মনেই এটা একটা যুৎসই উত্তর মনে হলেও -- ভাবলাম পরে খোঁজ করে দেখতে হবে , ইন্টারনেট এ গিয়ে-- সত্যি ব্যাপারটা কি । সার্ভেন্ট অব হোয়েল-- ভেরি ইন্টারেষ্টিং। জয়দীপকেও বললাম , পরে সঠিক উত্তর কি হবে খোঁজ করে বলব,আপাততঃ এই মনে হচ্ছে  .... ক্যাপ্টেন আহাব...ব্যাপারটা পুরোটাই রূপকধর্মী , বুঝলে ? প্রতিশোধ স্পৃহা নিয়ে এর একটা ফিলোসোফিক্যাল ব্যাখ্যাও আছে, সেটা আরেকদিন আলোচনা করব ...

 জয়দীপ এতক্ষন আমার লেকচার শোনে দেখি হা --হয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে।  এমন জ্ঞানগর্ভ ভাষন দিয়ে তাকে সাত সমুদ্দর ঘুরিয়ে আনার পর এরকম হবার কথাই বটে  .. স্বীকার করতে বাধা নেই , ভাষণটি দিয়ে বেশ একধরনের আত্ম তৃপ্তি পেলাম। . সিনিয়রদের তো এভাবেই কথা বলতে হয়, মানে ব্যাখ্যা করতে হয়, তাই না ? আর আমি এসব ব্যাপারে খুব সিরিয়াস , এটাও জয়দীপ জানে ..

তো এবার সে হা বন্ধ করে মুখ খুলল 

--দাদা পারেনও বটে। ' সার্ভেন্ট অব হোয়েল' মানে এক ঠেঙে কোন এক জাহাজী কাপ্তেন। ..কত দূর যে চিন্তা করতে পারেন  ... আরে .. একজনে গুগল ট্রান্সলেট করে ইংরেজিতে লেখা পাঠিয়েছে -- 

"সার্ভেন্ট অব হোয়েল" মানে হল একজনের নাম --বুঝলেন দাদা , নাম ..

"তিমির দাস"  ..!!!!!!!

তাই বলছিলাম কি , না থাক  বলে আর কি লাভ  ...




No comments:

Post a Comment

Indian Economy grappling with twin problems of slow credit growth and high inflation ::: Pressure mounts on FM Sitharaman and all eyes on Budget 2025-26

The Indian economy in urban sector is grappling with the dual challenge of high inflation and slowing credit growth.  India is currently the...