Friday, July 15, 2022

Bengali Guest Column: সার্ভেন্ট অব এ হোয়েল" by Manas Paul, Tripura-based senior journalist

Manas Paul hails from Kamalpur town in Tripura and is at present based in Agartala. He also had a few years of educational-adventurism in Shillong. Now, he operates much popular news-views website  

TripuraNet.com




This piece is reflection of Manas Da's  Midas touch with 'pen' -- in effect key board and either laptop or a desktop. Or is it purely mobile ! 

Trigger the Readable Journey!! 


Laugh at your own risk though !!


 সার্ভেন্ট অব এ হোয়েল"

এই কদিন আগে জয়দীপ , ত্রিপুরা টাইমস এ আমার কলিগ, হটাৎ এসে গম্ভীর মুখে এক প্রশ্ন করল - দাদা , "সার্ভেন্ট অব এ হোয়েল" বলতে কি বোঝায় ?, মানে, আপনি কি বোঝেন ?

--এই রে , জীবনে বহু প্রশ্নের সম্মুখীন হয়েছি , এমন আজব প্রশ্ন , বিদঘুটে ইংরাজি এক্সপ্রেশন তো শুনিনি।  "সার্ভেন্ট অব এ হোয়েল" !!..প্রথমে একটু ভড়কি খেয়ে গেলেও মাথায় চিন্তা তো ঢুকে গেল -- ভাবলাম , এবং মনে হল একটা ধারণাও করতে পারলাম।

-বললাম -এমনিতে তো এরকম কোন এক্সপ্রেশন পাই নি --তবে মনে হচ্ছে 'মবি ডিক' থেকে নিয়েছে।  ক্যাপ্টেন আহাব-এর কথা বলছে বোধহয়। হারম্যান মেলভিল এর 'মবি ডিক' পড়েছ ?  ,ক্যাপ্টেন আহাব বলে এক জাহাজী ক্যাপ্টেন-এর   একটা পা মবি ডিক নামের এক বিশালকায় হিংস্র হোয়েল খেয়ে নেবার পর এই ভদ্রলোক মবি ডিক -কে মারার জন্য এত বেশি অবসেস্ড হয়ে পড়েন যে -- তাঁর ধ্যান জ্ঞান , জীবন এর সবকিছুই মবি ডিক কে মারার পরিকল্পনায় কেন্দ্র করে ঘুরতে থাকে  ...সাঙ্গ পাঙ্গ জুটিয়ে , টাকা পয়সা খরচ করে, হারপুন সাজিয়ে  এক জাহাজ নিয়ে সমুদ্র চষে বেড়ান দিন নেই রাত নেই -- কোথায় মবি ডিক , কোন জলের তলায় - বের করতে হবে আর মারতে হবে।  


একবার শ্বাস নিতে মাথা বের করলেই হল ... এই অপেক্ষা মাসের পর মাস কিন্তু কোথায় ব্যাটা মবি ডিক হোয়েল ? ...মাস্তুলের আগায়  বসে এক জাহাজী শুধু নীল সাগর এপার ওপর খোঁজে চলে ....সে একটা দারুন কাহিনী।  বিখ্যাত বই , না পড়লে পড়ে নিও।  হয়ত নিজের অজান্তেই  প্রতিশোধের তাড়নায় ক্যাপ্টেন আহাব  মবি ডিকের 'সারভেন্ট' হয়ে পড়েন। একটি অসাধারণ বই বুঝলে -- কি সব ক্যারেক্টার --কুইইউইগ , ইসমাইল। ..দারুন।  সম্ভবতঃ এই আহাব এলিমেন্টই 'সার্ভেন্ট অব হোয়েল' বলে লিখেছে। ..


নিজের মনেই এটা একটা যুৎসই উত্তর মনে হলেও -- ভাবলাম পরে খোঁজ করে দেখতে হবে , ইন্টারনেট এ গিয়ে-- সত্যি ব্যাপারটা কি । সার্ভেন্ট অব হোয়েল-- ভেরি ইন্টারেষ্টিং। জয়দীপকেও বললাম , পরে সঠিক উত্তর কি হবে খোঁজ করে বলব,আপাততঃ এই মনে হচ্ছে  .... ক্যাপ্টেন আহাব...ব্যাপারটা পুরোটাই রূপকধর্মী , বুঝলে ? প্রতিশোধ স্পৃহা নিয়ে এর একটা ফিলোসোফিক্যাল ব্যাখ্যাও আছে, সেটা আরেকদিন আলোচনা করব ...

 জয়দীপ এতক্ষন আমার লেকচার শোনে দেখি হা --হয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে।  এমন জ্ঞানগর্ভ ভাষন দিয়ে তাকে সাত সমুদ্দর ঘুরিয়ে আনার পর এরকম হবার কথাই বটে  .. স্বীকার করতে বাধা নেই , ভাষণটি দিয়ে বেশ একধরনের আত্ম তৃপ্তি পেলাম। . সিনিয়রদের তো এভাবেই কথা বলতে হয়, মানে ব্যাখ্যা করতে হয়, তাই না ? আর আমি এসব ব্যাপারে খুব সিরিয়াস , এটাও জয়দীপ জানে ..

তো এবার সে হা বন্ধ করে মুখ খুলল 

--দাদা পারেনও বটে। ' সার্ভেন্ট অব হোয়েল' মানে এক ঠেঙে কোন এক জাহাজী কাপ্তেন। ..কত দূর যে চিন্তা করতে পারেন  ... আরে .. একজনে গুগল ট্রান্সলেট করে ইংরেজিতে লেখা পাঠিয়েছে -- 

"সার্ভেন্ট অব হোয়েল" মানে হল একজনের নাম --বুঝলেন দাদা , নাম ..

"তিমির দাস"  ..!!!!!!!

তাই বলছিলাম কি , না থাক  বলে আর কি লাভ  ...




No comments:

Post a Comment

"Congress always adopted appeasement politics for Muslims" :::: Sadhvi Pragya Singh Thakur arrives at her residence in Bhopal for the first time after NIA Court order acquitted her and others

BJP leader Sadhvi Pragya Singh Thakur arrives at her residence in Bhopal for the first time after NIA Court acquitted all accused, including...